চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শুক্রবার জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
Published : 01 Mar 2013, 10:01 AM
পারদিলালপুর গ্রামে এ সংঘর্ষে নিহত আব্দুর রহিম (৪৫) উপজেলার নামোধোবরা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
রহিমকে নিজেদের কর্মী বলে দাবি করেছে জামায়াত।
আহতার স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. আকমল হোসেন বলেন, সকাল থেকে শিবগঞ্জের শাহবাজপুরের পারদিলালপুরে জামায়াত-শিবির ও আওয়ামী লীগ সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়।
বেলা ১২টার দিকে দুক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে আব্দুর রহিমের মৃত্যু হয়।
সাত মামলায় আসামি ১২ হাজার
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবারের জামায়াত-শিবিরের নাশকতার ঘটনায় সদর থানায় তিনটি, শিবগঞ্জ থানায় তিনটি এবং ভোলাহাট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এতে জামায়াত-শিবিরের প্রায় ১২ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে, বলেন তিনি।