যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে রাজধানীতে বিক্ষোভের কেন্দ্রস্থল শাহবাগে গেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
Published : 06 Feb 2013, 02:16 PM
বুধবার রাত ৮টার দিকে তিনি শাহবাগে যান, যেখানে প্রায় ৩৬ ঘণ্টা ধরে অবস্থান নিয়ে আছে হাজারো মানুষ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা শাহবাগ পৌঁছলে আন্দোলনকারীরা ‘মানি না-মানবো না, এই রায়-মানবো না’, ‘কাদের মোল্লার ফাঁসি চাই, দিতে হবে’ স্লোগানে ফেটে পড়ে।
সাজেদা বিক্ষোভের মূলমঞ্চে গিয়ে বলেন, “আমাকে প্রধানমন্ত্রী আপনাদের দাবির কথা শুনতে পাঠিয়েছেন। আপনারা কী চান?”
বিক্ষোভকারীরা তখন সমস্বরে দাবি তোলে- “ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।”
স্লোগানের কারণে এক পর্যায়ে কথা বলতে না পেরে সাজেদা শাহবাগ ছাড়েন।