খালেদার উপদেষ্টার গাড়িবহরে হামলা: মামলা, গ্রেপ্তার ৩

জামালপুরে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুমের গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক বিএনপিদলীয় সাংসদ এম. রশীদুজ্জামান মিল্লাতসহ দলটির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2011, 08:37 AM
Updated : 29 August 2011, 08:37 AM
জামালপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুমের গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক বিএনপিদলীয় সাংসদ এম. রশীদুজ্জামান মিল্লাতসহ দলটির ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ এ মামলায় জহুরুল, আলম ও সামাদ নামে তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে।
বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বাদী হয়ে সোমবার দেওয়ানগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি মতিউর রহমান জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে মতিউর রহমান বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম শনিবার বকশিগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে দেওয়াগঞ্জ উপজেলা যুবদলের ইফতার মাহফিলে যাচ্ছিলেন।
পথে দেওয়ানগঞ্জের ঝালুর চর সেতুর কাছে পৌঁছলে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রিয় নেতা ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এম. রশীদুজ্জামান মিল্লাতের সমর্থকরা হামলা চালায়।
হামলায় সাংবাদিক ও পুলিশসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। কাইয়ুমের গাড়িসহ অন্তত ৫০টি মোটরসাইকেল ভাংচুর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.