চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালির ডিসি হিল এলাকায় এক ব্যক্তির একলাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ সময় ছিনতাইকারীরা আনিসুর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আনিস চববাজারের ঘাসিয়া কলোনিতে থাকেন।
কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনিসুর রহমান টাকা নিয়ে চকবাজার থেকে রিকশায় রিয়াজউদ্দিন বাজার যাচ্ছিলেন।
বিকাল ৩টার দিকে ডিসি হিল এলাকায় পৌঁছলে ৩/৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকাগুলো ছিনিয়ে নেয়।
অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২২১৩ ঘ.