গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি রহিম গুলিভরা পিস্তলসহ গ্রেপ্তার হয়েছে।
রোববার বিকালে টঙ্গীর মিরাশপাড়া আলের টেক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে আমেরিকায় তৈরি অত্যাধুনিত একটি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলে ১ রাউন্ড গুলি ভরা ছিলো।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, পিচ্চি রহিম টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার ভুইয়া পাড়ার মৃত মজনু মিয়ার ছেলে। রহিমের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২০ ঘ.