নির্বাচন: মুন্সীগঞ্জে দুই ইউপির গেজেট স্থগিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 11:07 AM
Updated : 17 July 2011, 11:07 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
দুই পরাজিত প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ রোববার এই আদেশ দেন।
একইসঙ্গে ইছাপুরা ইউনিয়নের গেজেট কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন নতুন নির্বাচনের নির্দেশ দেওয়া হবে না- তিন সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের সচিবসহ ৫ জনকে তা জানাতে বলেছে আদালত।
পাশাপাশি কোলা ইউনিয়নের নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রকাশিত গেজেটে বিজয়ী দেখানো প্রার্থীদের কেন শপথ পড়ানো থেকে বিরত রাখা হবে না- তারও কারণ দর্শাতে বলা হয়েছে।
কোলা ইউনিয়নের নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল খালেক এবং ইছাপুরা ইউনিয়নের পরাজিত প্রার্থী রফিকুজ্জামান চৌধুরী এই দুটি রিট আবেদন করেন।
গত ৩১ মে নির্বাচন অনুষ্ঠানের পর কোলায় মীর লিয়াকত আলী ও ইছাপুরায় আব্দুল মতিন হালদারকে বিজয়ী ঘোষণা করা হয়।
আদালতে রফিকুজ্জামান চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও অ্যাডভোকেট মো. আজাহার উল্লাহ ভূঁইয়া এবং আব্দুল খালেকের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন।
উভয় রিটে সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২১৭ ঘ.