'অবৈধ ক্ষমতা দখল বন্ধ হওয়ায় খালেদার এই ক্ষোভ'

ভবিষ্যতে আর কেউ যাতে সংবিধান নিয়ে 'ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ এবং রাষ্ট্রদ্রোহিতামূলক' বক্তব্য দিতে না পারে- সে বিষয়ে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 08:15 AM
Updated : 17 July 2011, 08:15 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েনিএফার ডটকম)- অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ হওয়ার কারণেই খালেদা জিয়া পঞ্চদশ সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভবিষ্যতে আর কেউ যাতে সংবিধান নিয়ে খালেদার মতো 'ঔদ্ধত্য ও ধৃষ্টতাপূর্ণ এবং রাষ্ট্রদ্রোহিতামূলক' বক্তব্য দিতে না পারে- সে বিষয়ে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, পঞ্চদশ সংশোধনী হলো সংবিধানের রক্ষাকবচ।
"আর যাতে কেউ সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে- এই সংশোধনীর মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। বিরোধী দলের নেত্রীর এটা পছন্দ হয়নি।"
সংবিধানের মৌলিক বিধানগুলোকে বদলে ফেলার পথ বন্ধ করতে পঞ্চদশ সংশোধনীতে বলা হয়েছে, 'সংবিধানের প্রস্তাবনা, প্রথমভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক-ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের অনুচ্ছেদ ১৫০-সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদগুলোর বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।'
গত ৩০ জুন পঞ্চদশ সংশোধনী পাসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়।
প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ জুলাই এক অনুষ্ঠানে বলেন, আগামীতে সরকার পরিবর্তনের পর সংবিধানের এ সংশোধনী ছুঁড়ে ফেলা হবে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "বিরোধী দলীয় নেতার সাংবিধানিক সুযোগ সুবিধা নিয়ে খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার যে অশালীন বক্তব্য দিয়েছেন- তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংবিধান নিয়ে যারা এ ধরনের বক্তব্য দিতে পারেন, তাদের দেশপ্রেম কতটুকু রয়েছে- তা প্রশ্নসাপেক্ষ।"
"আমরা ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই সংবিধান নিয়ে কেউ অশালীন বক্তব্য রাখবেন, তা কখনোই কাম্য হতে পারে না," যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, "জিয়াউর রহমান আর্মি অ্যাক্ট ভঙ্গ করে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, যা ছিল সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী। তার স্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইবেন