তারেককে সাজা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড মামলার আসামি করার পর এখন তারেক রহমানকে সাজা দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 07:03 AM
Updated : 17 July 2011, 07:03 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড মামলার আসামি করার পর এখন তারেক রহমানকে সাজা দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক সমাবেশে তিনি বলেন, "সরকার রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানকে জড়িয়ে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে। উদ্দেশ্য একটাই- যাতে তিনি ভবিষ্যতে রাজনীতি না করতে পারেন।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ার করে ফখরুল বলেন, "এভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের জনগণ ওই ষড়যন্ত্রের জবাব দেবে।"
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার ঘটনায় স