কামরুলের আশা, তারেক-কোকো ফিরবেন স্বেচ্ছায়

খালেদা জিয়ার দুই ছেলে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 04:33 AM
Updated : 17 July 2011, 04:33 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার দুই ছেলে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিচারাধীন ও বিদেশে পলাতক দণ্ডিত আসামিদের ফিরিয়ে আনতে গঠিত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দুজনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কোনো উদ্যেগ নেবে কি না প্রশ্ন করলে কামরুল বলেন, "অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকো এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমান যদি আইনের শাসনের প্রতি বিশ্বাসী হন তাহলে আদালতে আত্মসমর্পণ করে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।"
২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেকের নাম অন্তর্ভুক্ত করেনি জানিয়ে কামরুল বলেন, সঠিক তদন্তের মাধ্যমেই তারেকের নাম এসেছে।
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৩ জুন নিু আদালত কোকোকে ছয় বছর সাজা দেয়। অন্যদিকে ২১ অগাস্টের মামলায় তারেকের বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
জরুরি অবস্থার সময় খালেদার দুই ছেলেই গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তির পর তারেক যুক্তরাজ্যে গিয়ে এখন পর্যন্ত সেখানেই রয়েছেন। আরাফাত থাইল্যান্ডে গেলেও গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, কোকো এখন রয়েছেন মালয়েশিয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৬৩০ ঘ.