সাতক্ষীরায় বোমা হামলায় ১১ জামায়াত নেতা-কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় ১১ জন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 01:30 AM
Updated : 17 July 2011, 01:30 AM
সাতক্ষীরা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় ১১ জন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার ভোররাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি আনসার আলী গাজী রয়েছেন। অন্যরা জামায়াত রোকন ও কর্মী।
শনিবার রাত ৯ টায় পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামে বোমা হামলার ওই ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করলেও দলটি তা অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ কার্যালয়ে ৯টার দিকে বোমা হামলার ঘটনা ঘটে। তবে অফিসে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি জালাল উদ্দীন আহম্মদ জানান, ১১ জন জামায়াত নেতা-কর্মীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আতাউর রহমান জানান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নূরুল আমিন গাজী ও সম্পাদক মিলন গাজীসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ ঘ.