সাজানো রায়: ফখরুল

খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দেওয়া রায় সাজানো বলে দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2011, 02:47 AM
Updated : 24 Jan 2015, 10:15 AM

মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার জজ আদালত।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এ রায় ছিলো পূর্ব নির্ধারিত। সরকার প্রতিহিংসামূলকভাবে জিয়াউর রহমানের পরিবারকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা সাজিয়ে এই রায় দিয়েছে।

কয়েকমাস আগে মন্ত্রিসভার বৈঠকে মুদ্রাপাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর তাগিদের কথা তুলে ধরে তিনি বলেন, "এরপর গত কয়েকদিন ধরে মন্ত্রীরা সাজার বিষয়ে মন্তব্য করেছেন। এ থেকে বোঝা যায়, সরকার আগে থেকেই রায় ঠিক করে রেখেছিলো। সরকারের নির্দেশে দ্রুত মামলাটির রায় ঘোষিত হলো।"

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- জানতে চাওয়া হলে ফখরুল বলেন, "আইনগতভাবে লড়াই করা হবে। আইনজীবীরা তা দেখছেন।"

এদিকে রায়ের পরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আপিলের বিষয়টি এড়িয়ে কোকোর কৌঁসুলি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "আমরা রাজনৈতিকভাবে এ রায় মোকাবেলা করবো।"

রায়ের পর বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না- জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আন্দোলনের পরবর্তী কর্মসূচি দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।