সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে ১৪৪ ধারা

স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2010, 01:58 AM
Updated : 10 July 2010, 01:58 AM
চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সভা ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত জঙ্গল সলিমপুর এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত জঙ্গল সলিমপুরের কথিত ভূমিদস্যু আলী আক্কাস স্মরণে শনিবার বিকাল ৩ টায় সেখানে সভা ডেকেছিলো স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রামের নতুন মেয়র এম মনজুর আলমের উপস্থিত থাকার কথা ছিলো।
ওদিকে একই সময়ে একই স্থানে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ।
এ নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট জঙ্গল সলিমপুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সেখানে কোনো ধরনের সভা করা যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/কেএমএস/১৩৪৮ ঘ.