গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক আবুল কালাম আজাদ

চারটি বামপন্থী রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 03:58 PM
Updated : 30 June 2022, 03:58 PM

বৃহস্পতিবার গণতান্ত্রিক বাম ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন বুধবার সংগঠনের সাধারণ সভায় এই কমিটি হওয়ার কথা জানানো হয়।

এসডিপির সঙ্গে এই রাজনৈতিক জোটে সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) রয়েছে।

নতুন পদে এসডিপি আহ্বায়ক আজাদের দায়িত্বের মেয়াদ শুরু হবে ১ জুলাই থেকে।

জোটের অস্থায়ী কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের বিদায়ী সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম।

সভায় বিদায়ী সমন্বয়ক সামছুল আলম বলেন, অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।

সামনের দিকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নয়া সমন্বয়ক আবুল কালাম আজাদ।

অন্যদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিপির মহাসচিব হারুন আল রশীদ খান সাধারণ সভায় উপস্থিত ছিলেন।