সংসদে রওশনের খোঁজ নিলেন শেখ হাসিনা

সংসদ অধিবেশন কক্ষে নিজে গিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2022, 03:41 PM
Updated : 29 June 2022, 04:01 PM

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন শারীরিকভাবে অসুস্থ। বুধবারই প্রথম বাজেট অধিবেশনে যোগ দেন তিনি।

বিকালে অধিবেশন শুরুর ঠিক আগে সংসদ কক্ষে ঢুকে রওশনের আসনের সামনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

রওশনপুত্র সাদ এরশাদ তার ফেইসবুকে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার ছবি পোস্ট করেছেন।

পরে সংসদে অর্থ বিল পাসের প্রক্রিয়ার সময় এক সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, “দীর্ঘদিন পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সংসদ নেতা নিজেই তার আসনের কাছে চলে গেছেন। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বড় সৌন্দর্য।”

প্রায় এক বছর বুধবার সংসদে যান রওশন। বাজেট আলোচনায় বসে বক্তব্য রাখেন তিনি।

রওশন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত সোমবার দেশে ফেরেন।

সাত মাস আগে গত বছরের ৫ নভেম্বর থাইল্যান্ড গিয়েছিলেন তিনি।

তার আগে ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ভর্তি ছিলেন রওশন।