নির্মল গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2022, 09:46 AM
Updated : 29 June 2022, 09:46 AM

বুধবার এক শোকবার্তায় তিনি নির্মলের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্মল রঞ্জন গুহ ছিলেন জাতির পিতার আদর্শের একজন ‘পরিক্ষীত কর্মী’ এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।

“স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায় তিনি দলকে সুসংগঠিত করেন এবং দলীয় নেতা-কর্মীদের মন জয় করতে সক্ষম হন।”

বুধবার সকাল ১০টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে নির্মল রঞ্জন গুহের মৃত্যু হয় বলে জানান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু।

রক্তচাপ বেড়ে গেলে ৫৮ বছর বয়সী নির্মলকে গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।

পরদিন সকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্টে ব্লক ধরা পড়ে। হাসপাতালে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়।

তারপরও অবস্থার অবনতি হতে থাকলে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। 

আরও খবর