দেশে ফিরেছেন রওশন

চিকিৎসা শেষে ছয় মাস পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 07:47 AM
Updated : 2 July 2022, 06:43 PM

তার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ম্যাডাম ঢাকায় পৌঁছান।”

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে।

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে তার আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি।

তাকে স্বাগত জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ আবু হোসেন বাবলা, রুহুল আমিন হাওলাদার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে রওশনের যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানান মামুন। পরে ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার তিনি ব্যাংককে যাবেন।