আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দেওয়ার জন্য সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 11:00 AM
Updated : 26 June 2022, 11:00 AM

এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একইসঙ্গে আলালকে বিদেশ গমনে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও দিয়েছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম, তার সঙ্গে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন ও আইনজীবী মো. ওমর ফারুক।

এর আগে গত ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিএনপি নেতা আলালকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের ফেরত দেওয়ার ঘটনা চ্যালেঞ্চ করে হাই কোর্টে রিট আবেদনটি করেন।

তাজুল ইসলাম বলেন, “ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণকে চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়, শুনানি শেষে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দিতে সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছে।”

এর আগে গত ২২ জুন প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া এক মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি।