সিলেটে বন্যার্তদের ত্রাণ দিলেন ফখরুল, বললেন আন্দোলনের কথা
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 05:00 PM BdST Updated: 23 Jun 2022 05:00 PM BdST
সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে সরকার পরিবর্তনে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন তিনি।
এক সপ্তাহ ধরে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে সকালে নেতাকর্মীদের সঙ্গে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় খাজার মোকাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেন।
ফখরুল বলেন, “সারা দেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে, সরকার তখন পদ্মাসেতু নিয়ে উৎসবে মেতেছে। দেশের মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে।”
সিলেটের বন্যার্তদের জন্য সরকারের বরাদ্দের পরিমাণ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “৩০ লাখ বানভাসি মানুষের জন্য মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।”
সরকার দুর্গতদের পাশে দাঁড়াতে ‘ব্যর্থ হয়েছে’ দাবি করে ফখরুল বলেন, “লক্ষ লক্ষ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী গুটিকয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন।

সরকারের বড় প্রকল্পগুলো ‘লুটপাট করার জন্য’ মন্তব্য করে আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার ফেরাতে এই সরকারকে রুখে দেওয়ার জন্য আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?