আগাম জামিন পেলেন আলাল

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2022, 05:51 PM
Updated : 22 June 2022, 05:51 PM

এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের হাই কোর্ট বেঞ্চ বুধবার খুলনা সদর থানায় হওয়া এ মামলায় তাকে ছয় সপ্তাহের জামিন দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

গত ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা ও মোদী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন। সেই বক্তব্য ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হয়।

মামলায় আলাল, মোসাদ্দেক জায়গিরদার নামে ফেইসবুক আইডি ব্যবহারকারী ও বিএনপির অফিশিয়াল ফেইসবুক আইডি ব্যবহারকারী ছাড়াও আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

এ নিয়ে ওই সময় খুলনা, শরীয়তপুরসহ আরও কয়েক জেলায় আলালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন-