বন্যায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ফখরুলের
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 11:42 PM BdST Updated: 22 Jun 2022 11:42 PM BdST
সিলেট ও সুনামগঞ্জের বানভাসিদের জন্য ‘অপ্রতুল বরাদ্দের’ অভিযোগ এনে সরকার বন্যার্তদের জন্য কী করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব এ প্রশ্ন তুলেন।
তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী কালকে সিলেটে গিয়েছেন। ভালো কথা। তিনি মিটিং করেছেন। সেখানে তিনি সিলেটের মেয়র আরিফ সাহেবকে (আরিফুল হক চৌধুরী) বলেছেন, কোথায় তোমাদের বিএনপি... কত দিয়েছে তোমাকে।
‘‘বিএনপির তো দায়িত্ব না এটা। এই বন্যা পরিস্থিতি দেখভাল করার সমস্ত দায়িত্ব সরকারের। যখন তিনি এই কথা বলেন। তখন তার (প্রধানমন্ত্রী) তো নিজের দিকেও একটু তাকানো দরকার যে, তারা কী করছে এখন পর্যন্ত? কত দিচ্ছেন বরাদ্দ? আজকে একটা পত্রিকায় আছে ৩০ লাখ মানুষের জন্য ৬০ লাখ বরাদ্দ।”
বিএনপির ত্রাণ কার্য্ক্রম সম্পর্কে মহাসচিব বলেন, ‘‘বিএনপি বন্যা শুরুর পর গত তিন দিন আগে থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কাজ শুরু করেছে। বিএনপি ১০ হাজার, ২০ হাজার টাকায় নৌকা ভাড়া করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা পানিতে আটকা পড়েছিল তাদের উদ্ধার করেছে এবং ত্রাণ দিয়েছে। আজকেও করেছে, প্রতিদিন ত্রাণ বিতরণ করে যাচ্ছে।”
‘বিএনপির নেতা খালেদা জিয়া’
মির্জা ফখরুল বলেন, ‘‘আজকের প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছেন, ‘বিএনপির তো নেতাই না, বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন’?
‘‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে হলে আমাদের জবাব খুব পরিষ্কার- আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা। তিন তিন বারের প্রধানমন্ত্রী, তিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। তার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এখানে আমাদের দলে নেতৃত্বের কোনো সমস্যা নেই। এটা পুরোপুরিভাবে নির্ধারিত। বিএনপিতে কোনো নেতৃত্বের সংকট নেই। এটা সরকার প্রচার করছে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করবার চেষ্টা করছে।”
তিনি বলেন, ‘‘বরং উনাদের সংকট আছে। একমাত্র হাসিনা ছাড়া তো তাদের কেউ নেই।“
‘তারেক বিদেশি নাগরিকত্ব নেননি’
বিএনপি মহাসচিব বলেন, ‘‘তারেক রহমান বিদেশি নাগরিকত্ব নিয়েছেন-এটা একেবারেই মিথ্যা কথা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যুক্তরাজ্যে অ্যাসাইলামে আছেন। এটা খুব পরিষ্কার করে বলা হয়েছে, এটাতে কোনো রাগ-ঢাক নেই। তিনি কোনো নাগরিকত্ব চানওনি, বৃটেনে নাগরিকত্বের জন্য আবেদনও করেননি।”
খালেদা জিয়া এবং তার সম্পর্কে ব্যক্তিগতভাবে আক্রমণ করায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের কঠোর সমালোচনাও করেন ফখরুল।
বন্যা পরিস্থিতির জন্য সংগঠনের কাজ সীমিত করে নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের কথা জানান তিনি।
অবিলম্বে বন্যা উপদ্রুত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের ত্রাণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?