ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাতে রিজভীর যাওয়া নিয়ে প্রশ্ন, নোটিস
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 10:11 PM BdST Updated: 21 Jun 2022 10:40 PM BdST
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মধ্যরাত পর্যন্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে; এ বিষয়ে ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিসও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
‘রাজনৈতিক একজন নেতার সঙ্গে ক্লাবে বৈঠক করার বিষয়ে’ জানতে চেয়ে এই নোটিস দেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক ও সরকারে থাকা আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহীম।
একই সঙ্গে এ বিষয়ে ক্লাবের সদস্য ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছারকে আহ্বায়ক করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অধ্যাপক রহীম বলেন, “কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাবের কার্যকরী পরিষদ।”
ক্লাবের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীকে গত রোববার রাত ১১টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে প্রবেশ করতে দেখা যায়। তিনি সেখানে রাত একটা পর্যন্ত অবস্থান করেন।
ওই সময় ক্লাবে তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক ও ক্লাবের বর্তমান সভাপতি অধ্যাপক ওবায়দুল ইসলামসহ আরও ১০ থেকে ১২ জন ছিলেন।
ছাত্রদলের সাবেক সভাপতি, রাকসুর সাবেক ভিপি রিজভীর ক্লাবে আসা কিংবা তার সঙ্গে ‘বৈঠকের’ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা কোনো পলিটিক্যাল মিটিং ছিল না। আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি।
“ক্লাবের যেকোনো সদস্যের সঙ্গে দুই, চার-পাঁচজন গেস্ট আসতেই পারে। অনেকের সঙ্গেই আসে। তারাও তো রাত একটা, দুইটা পর্যন্ত খেলে, খায়, আড্ডা মারে। মিটিং আর আড্ডা এক জিনিস নয়। এটার কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল না, জাস্ট খাওয়া দাওয়া করেছি।”
মঙ্গলবার রাতে এ বিষয়ে রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী বন্ধু-বান্ধব শিক্ষকদের আমন্ত্রণে শিক্ষক ক্লাবে গিয়েছিলাম। এটা ছিল একান্ত সৌজন্য বিষয়। কিন্তু একে নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে এটা ক্ষমতাসীনদের একটি চক্রান্ত।
‘‘উদ্দেশ্য একটাই পদ্মা সেতুর উৎসবকে ঘিরে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এহেন প্রচারণা করা হচ্ছে।”
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় কি নিষিদ্ধ কোনো দ্বীপ না কি সেখানে কোনো রাজনীতিবিদ যেতে পারবে না। আমরা কেউ আমাদের বন্ধু-বান্ধবে সাথে দেখা করতে যেতে পারব না।”

“বৈঠকের বিষয়ে গতকাল (সোমবার) আমাদের ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে এ বিষয়ে উনার (ক্লাবের সভাপতি ওবায়দুল) কাছে ব্যাখা চাওয়া হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিস এবং একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে রিজভীর সঙ্গে সাদা দলের সাবেক আহ্বায়কের বৈঠককে ‘রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র’ আখ্যায়িত করে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সমাবেশ থেকে রিজভী ও অধ্যাপাক ওবায়দুলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এতে মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সিসি টিভির ফুটেজগুলো দেখে অবিলম্বে এই গোপন বৈঠকে অংশগ্রহণকারী প্রত্যেককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এসে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রকৃত তথ্য জাতির সামনে প্রকাশ করতে হবে।”
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন মজুমদার ও নাট্য অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বক্তব্য দেন।
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?