পাচার করা টাকার বৈধতা দেওয়ার উদ্যোগের সমালোচনায় মেনন
সংসদ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 01:21 AM BdST Updated: 20 Jun 2022 01:21 AM BdST
-
ফাইল ছবি
প্রস্তাবিত বাজেটে বিদেশের পাচার করা অর্থ ‘বিনা প্রশ্নে’ ফেরানোর বিধান রাখার সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার প্রস্তাবিত আজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বাজেট প্রস্তাবে তিনি (অর্থমন্ত্রী) সংসদ প্রণীত আইনও বিবেচনায় নেওয়ার প্রয়োজন বোধ করেননি। সংসদ প্রণীত দুদক আইন ও মানি লন্ডারিং আইন- দুটোতেই অর্থপাচার দণ্ডনীয় অপরাধ।”
গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বিদেশ থাকা বাংলাদেশিদের সম্পদের ‘দায়মুক্তি’ দিয়ে তা দেশে ফেরত আনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর ফলে ৭ থেকে ১৫ শতাংশ কর দিয়ে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেশে বৈধ আয়ের তালিকায় যুক্ত করা যাবে, সেই অর্থ দেশেও আনা যাবে। ওই আয়ের উৎসব জানতে চাওয়া হবে না।
বাম নেতা মেনন বলেন, “আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ২৯ পৃষ্ঠায় অর্থপাচার সম্পর্কিত উপ-শিরোনামে এ বিষয়ে বিস্তারিত বলা আছে। নৈতিকতার কথা বাদ দিলাম। কারণ পুঁজি যেখানে লাভ দেখে, সেখানে ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি।
“অর্থমন্ত্রী বলেছেন, যেখানে সুখ আছে সেখানে টাকা যায়। তাই অর্থ পাচারকারীদের ৭ শতাংশ সুদ নিয়ে সেই সুখের সুলক সন্ধান দিলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী সেদিন বলেছেন, তিনি এটা করবেনই, মাঝপথ থেকে ফিরে আসার লোক তিনি নন। কেবল সংসদ দিয়ে তিনি এটাকে বৈধ করে নিতে চান।”
মেনন বলেন, “কৃষিমন্ত্রী বলেছেন, মোটা চালের দাম বাড়েনি। তাহলে প্রশ্ন, গরিবের চালে এই মূল্যবৃদ্ধি কেন?”
সম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে মেনন বলেন, “আমরা যখন আলোচনা করছি তখন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রামে ভয়াবহ বন্যা হচ্ছে। বলা হচ্ছে, উজানে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে গেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনই কী এর জন্য দায়ী?
“ভারতের সাথে ৫৪ নদীর সমস্যা সমাধানে যৌথ নদী কমিশনের বৈঠক দীর্ঘদিন না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী হতাশা প্রকাশ করেছেন। বছরের পর বছর তিস্তা চুক্তি হচ্ছে না। আবার তিস্তা নদী খননের যে সমীক্ষা সরকার করেছে তার বাস্তবায়ন হতে পারছে না। কি কারণে? কি সেই ভূ-রাজনৈতিক বাধা? সুরমা নদী শুকনো মৌসুমে হেঁটে পার হওয়া যাচ্ছে। এখন সুরমার পানি সিলেট শহরের বাড়িতে বাড়িতে কেনো?”
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “এই বাজেট শ্রীলঙ্কার পথে বাংলাদেশকে কয়েক ধাপ এগিয়ে দেবে।”
পাচার করা অর্থ ‘বিনা প্রশ্নে’ ফিরিয়ে আনার সুযোগ রাখার সমালোচনা করে তিনি বলেন, “যারা লুটপাটের টাকা পাচার করেছেন, তারা সেসব ফিরিয়ে আনার জন্য করেননি। টাকা ফেরত আনার জন্য নয়, পাচারকারীদের নিশ্চিন্ত করতেই এই পদক্ষেপ।”
‘টানলে’ আওয়ামী লীগের মেয়াদ আরও বাড়বে: শেখ সেলিম
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে বিএনপি যত ‘টানাটানি’ করবে, ততই ক্ষমতার মেয়াদ বাড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, “বিএনপি বলছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে নামানো হবে। কিন্তু নামানোর চেষ্টা করে লাভ নেই। কারণ এতে আওয়ামী লীগের ক্ষমতার মেয়াদ আরও বাড়বে। টানলেই লম্বা হবে।
“ওরা যত টানবে আমাদের ক্ষমতা আরও বাড়বে। ২০০৯ সালে ক্ষমতা আসার পর থেকেই টানাটানি শুরু হয়েছে। টানতে টানতে ২০২২ সাল এসেছে। আরও টানলে এটা ৫০ বছরে পৌঁছে যাবে।”
করোনাভাইরাসের টিকা কেনায় দুর্নীতির অভিযোগের জবাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম বলেন, “বিএনপি সবকিছুতে দুর্নীতি দেখে। কারণ ওদের মাথায় দুর্নীতি ছাড়া কিছুই নেই। ওদের রক্তে দুর্নীতি। পদ্মাসেতুতে যখন এক টাকাও দেওয়া হয়নি, তখন অভিযোগ উঠল দুর্নীতি হয়েছে।
“বিশ্ব ব্যাংককে দিয়ে এই অভিযোগ করিয়েছে ড. ইউনূসসহ কথিত কিছু বুদ্ধিজীবী। কী বিচিত্র! এরা মানুষের শত্রু। তারা সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গির। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক- এরা কোনোদিন চিন্তা করে না।”
অর্থমন্ত্রীর উদ্দেশে শেখ সেলিম বলেন, “উনি (ড. ইউনূস) যে ৬ মিলিয়ন মার্কিন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দিয়েছেন, এই টাকা কোত্থেকে দিয়েছেন তা তদন্ত করুন। এটা মানি লন্ডারিংয়ের টাকা। বিশ্বব্যাংকের কাছে ও(ড. ইউনূস) বিক্রি। আমাদের কিছু বিএনপি ও বিদেশিকে নিয়ে ষড়যন্ত্র করে পদ্মাসেতু বন্ধের চেষ্টা করেছে।”
বিএনপির সমালোচনা করে শেখ সেলিম বলেন, “তারা কথায় কথায় বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। বাংলাদেশ ধ্বংস হলে তোরা খুশি হও। তোরা কী বাংলাদেশকে পাকিস্তান বানাবি? বাংলাদেশে কখনই শ্রীলঙ্কা হবে না।
আগামী নির্বাচন নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “কেউ কেউ আবার এখন বলছেন- জাতীয় সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশে নির্বাচন হবে উন্নত বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রের মতো। জিয়ার আমলের সামরিক গণতন্ত্রের নির্বাচন আর বাংলাদেশে হবে না।”
-
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মলের মৃত্যু
-
ইভিএম: কুমিল্লা নিয়ে বাহবা, হাতিয়া নিয়ে ক্ষোভ
-
অর্থমন্ত্রী টাকা পাচারকে ‘ভালো কাজের স্বীকৃতি’ দিচ্ছেন: জিএম কাদের
-
মমতাজের ৩ গান, নূরের আবৃত্তিতে সংসদে পদ্মা সেতুর উদযাপন
-
ইউনূস, হিলারি, শেরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান এমপি নিক্সন
-
ইভিএমের প্রচার শুরু হোক এখনই: আওয়ামী লীগ
-
ইভিএম: ইসিতে যাচ্ছে আওয়ামী লীগ, যাচ্ছে না সিপিবি-বাসদ
-
ভারতের একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ বন্যায় ভাসছে: মোশাররফ
-
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মলের মৃত্যু
-
ইভিএম: কুমিল্লা নিয়ে বাহবা, হাতিয়া নিয়ে ক্ষোভ
-
অর্থমন্ত্রী টাকা পাচারকে ‘ভালো কাজের স্বীকৃতি’ দিচ্ছেন: জিএম কাদের
-
মমতাজের ৩ গান, নূরের আবৃত্তিতে সংসদে পদ্মা সেতুর উদযাপন
-
ইউনূস, হিলারি, শেরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান এমপি নিক্সন
-
ইভিএমের প্রচার শুরু হোক এখনই: আওয়ামী লীগ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?