বানভাসিদের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল: রিজভী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2022 09:12 PM BdST Updated: 19 Jun 2022 09:12 PM BdST
পদ্মা সেতু উদ্বোধনের জন্য অর্থ ব্যয় না করে তা বন্যায় পানিবন্দি মানুষকে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও উত্তরাঞ্চলসহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় প্রায় কোটি পানিবন্দি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।
“বন্যার্তদের জন্য সরকার ১০০ টন চাল, ৩০ লাখ টাকা আর ৫ হাজার টাকার শুকনো খাবার দিয়েছে। এই পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছেন ৬০ লক্ষ টাকা। তার মানে জনপ্রতি দেড় টাকা। পদ্মাসেতু উদ্বোধনের জনসভাস্থলে অস্থায়ী ৫০০ টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার ১০ ভাগের একভাগও বরাদ্দ পায়নি বন্যার্তরা।”
দুর্যোগকালে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে রিজভী বলেন, “আমরা দাবি করছি, পদ্মা সেতুর নিয়ে উৎসব বন্ধ করুন, এই লোকদেখানো ফুটানি বন্ধ করুন।
“আমরা দাবি করছি, বন্যা কবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক এবং কোনো বিলম্ব ছাড়া এই অঞ্চলগুলোতে জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করা হোক।”
বন্যাকবলিত এলাকায় বিএনপির কার্যক্রম সম্পর্কে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ব স্ব জেলার নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সিলেট মহানগর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ যেসব জেলায় বন্যার পানি উঠেছে, বন্যা উপদ্রুত পরিস্থিতি তৈরি হয়েছে; সেই সমস্ত জেলায় বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্যার্তে কাজ করে যাচ্ছে।”
বন্যার মধ্যে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক আয়োজনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “পদ্মাসেতুর উৎসবে আতশবাজি আর ঝলসানো আলোর যে ব্যবস্থা করা হয়েছে- এই ধরনের রসিকতা জনগণের সাথে একমাত্র স্বৈরশাসকদেরই মানায়।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব।
বন্যার্তদের সহায়তাকে ‘অগ্রাধিকার’ দেওয়ার সিদ্ধান্ত
চলমান বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিএনপির এক যৌথসভায়।
রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সে যৌথসভার পর দলের জাতীয় ত্রাণ কমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ কথা জানান।
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে এই যৌথসভা আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, বন্যা পরিস্থিতির বিষয় আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই।
“সাংগঠনিক কাজকর্মের চাইতে এখন আমাদের অগ্রাধিকার ভানবাসি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা। এটা আমাদের দলের নেতা-কর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ।”
সিলেটে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রমে নেমে পড়েছেন জানিয়ে টুকু বলেন, “সিলেট থেকে এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, আমরা ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছি। ছাতকে বন্যা কবলিত এলাকায় আমাদের নেতা-কর্মীরা নিজেরা টাকা তুলে ১০ লাখ টাকা মানুষের মাঝে বিতরণ করেছে। এভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে আমরা মানুষের পাশে আছি।”
পানি নেমে গেলে বীজতলা তৈরিতে কৃষকদের সহায়তা এবং রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবাও বিএনপি দেবে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আব্দুস সালাম, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
-
ইভিএম: কুমিল্লা নিয়ে বাহবা, হাতিয়া নিয়ে ক্ষোভ
-
অর্থমন্ত্রী টাকা পাচারকে ‘ভালো কাজের স্বীকৃতি’ দিচ্ছেন: জিএম কাদের
-
মমতাজের ৩ গান, নূরের আবৃত্তিতে সংসদে পদ্মা সেতুর উদযাপন
-
ইউনূস, হিলারি, শেরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান এমপি নিক্সন
-
ইভিএমের প্রচার শুরু হোক এখনই: আওয়ামী লীগ
-
ইভিএম: ইসিতে যাচ্ছে আওয়ামী লীগ, যাচ্ছে না সিপিবি-বাসদ
-
ভারতের একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ বন্যায় ভাসছে: মোশাররফ
-
হারুনের বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ নাকচ
-
ইভিএম: কুমিল্লা নিয়ে বাহবা, হাতিয়া নিয়ে ক্ষোভ
-
অর্থমন্ত্রী টাকা পাচারকে ‘ভালো কাজের স্বীকৃতি’ দিচ্ছেন: জিএম কাদের
-
মমতাজের ৩ গান, নূরের আবৃত্তিতে সংসদে পদ্মা সেতুর উদযাপন
-
ইউনূস, হিলারি, শেরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান এমপি নিক্সন
-
ইভিএমের প্রচার শুরু হোক এখনই: আওয়ামী লীগ
-
ভারতের একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ বন্যায় ভাসছে: মোশাররফ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ