দেলোয়ার কীভাবে মৎস্যজীবী লীগে, খতিয়ে দেখবেন কাদের
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2022 06:46 PM BdST Updated: 22 May 2022 06:46 PM BdST
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন কীভাবে মৎস্যজীবী লীগের নেতা হলেন, তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেলোয়ার হোসেন। ফাইল ছবি
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আপনাদের (মৎস্যজীবী লীগ) কাজ গ্রাম বাংলায়, সারা বাংলায়। যেখানে মাছের উৎপাদন হয়, সেটাই আপনাদের কর্মস্থল। ঢাকায় বসে বসে নেতাগিরি করলে হবে না।
“কমিটি হয়েছে। সেটার ব্যাপারে একটা অভিযোগ এসেছে, সেটা খতিয়ে দেখব।”
গত ১১ মে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলনে দেলোয়ার সভাপতি নির্বাচিত হন।
২০১২ সালে দেলোয়ারের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক মারা যান। এ মামলার মূল আসামি করা হয় দেলোয়ারকে। ঘটনার পর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এখন জামিনে মুক্ত আছেন।
তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
দেলোয়ারকে পদ দেওয়ার বিষয়ে মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজগর নস্কর এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দেলোয়ার তো কোনো চাঁদাবাজ না, কোনো দুর্নীতি করে নাই। তাহলে নেতা বানাতে কী সমস্যা?”
সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের মাছ উৎপাদনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা বলেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মাছ উৎপাদনে পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে। আমরা আরও এগিয়ে যাব। আমাদের একটি সংগঠন আছে, তারা সারা বাংলায় মাছ চাষে উৎসাহ দেওয়ার জন্য প্রচারণা করবে।”
তবে মৎস্যজীবী লীগের এখনকার কাজে হতাশা প্রকাশ করে কাদের বলেন, “আমাদের এখানে মূল সমস্যা হলো, আমরা কথা বলি বেশি, কাজ করি কম।
“আমি আপনাদের রিপোর্ট জানতে চাই। কী কী কাজ করেছেন? শুধু এক একটা দিবস আসলে, এখানে বক্তৃতার আসর বসানো হয়। বক্তৃতা শেষ, সব শেষ। পরে আর কোন কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো।”
“এমন মৎস্যজীবী লীগের কোনো দরকার নেই। অকাজে মৎস্যজীবী লীগকে স্বীকৃতি দেব না, স্বীকৃতি দিয়েছি কাজ করার জন্য। কাজ কতটুকু করছেন, সেটা দেখব,” বলেন কাদের।
-
কোভিড থেকে সেরে উঠেছেন মির্জা ফখরুল
-
বানভাসিদের জন্য সরকারি ত্রাণ ‘পর্যাপ্ত নয়’: বিএনপির টুকু
-
‘বম পার্টি’ নিয়ে মুখ খুলল জেএসএস
-
জনগণ বিএনপির ওপর ‘বিরক্ত’: তথ্যমন্ত্রী
-
অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
-
সাংবাদিকদের চাওয়া অনুযায়ী হবে ‘গণমাধ্যম কর্মী আইন’: তথ্যমন্ত্রী
-
মুকুল বোস মারা গেছেন
-
জন্মদিনে বাম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মতিয়া চৌধুরী
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার