পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

পেটের পীড়ায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2022, 04:54 PM
Updated : 17 May 2022, 04:54 PM

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতরাত থেকে উনি পেটের পীড়ায় ভুগছিলেন। সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“এখন ওনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হচ্ছে। এই হাসপাতালের বাইরে থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককেও ডাকা হয়েছে।”

শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গ্যাস্ট্রো অ্যানটারোলজি বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিকীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাসের অসুস্থতার খবর শুনে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরে সন্ত্রাসী হামলায় আহত নাটোর জেলা ছাত্র দলের এসএম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে চিকিৎসকদের কাছে তাদের অবস্থা সম্পর্কে জানেন।

এ সময়ে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।