বিএনপি নেতা মঈন খান হাসপাতালে

আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2022, 05:39 PM
Updated : 15 May 2022, 05:39 PM

আবদুল মঈন খান। ফাইল ছবি

রোববার বিকালে তাকে গুলশানের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “স্যার দুপুরে একটি দলীয় অনুষ্ঠানে অসুস্থ বোধ করায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ৭৫ বছর বয়সী মঈন খান।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কে নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের একটি প্রশিক্ষণ কর্মশিবিরে ছিলেন মঈন খান। সেখানে দুপুরের খাবারের পর অসুস্থ বোধ করেন তিনি।

স্থানীয় নেতারা জানান, গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ উঠা-নামা করছিল।

নরসিংদীর পলাশ মঈন খানের নির্বাচনী এলাকা। সেখান থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মঈন খান বিএনপির সরকারে মন্ত্রী ছিলেন।