জবাবদিহিহীন সরকারের কারণেই সয়াবিন তেলের সঙ্কট: রিজভী

দেশে সয়াবিন তেলের সঙ্কটের জন্য ‘জবাবদিহিহীন’ সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2022, 08:39 AM
Updated : 2 May 2022, 08:39 AM

সোমবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

রিজভী বলেন, “আজকে যদি কোনো জবাবদিহিমূলক সরকার থাকত, একাউন্টিবিলিটি থাকত, তাহলে এমনটা (সয়াবিনের তেল সঙ্কট) হত না। জবাবদিহিমূলক সরকার হলে তারা মার্কেট ইন্টারভেশন করতেন, সয়াবিন তেলের যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারি করছে, তাদেরকে গ্রেপ্তার করতেন। কিন্তু সেটা হচ্ছে না।”

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রমজান মাসজুড়ে বিএনপি ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল বলেও জানান তিনি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইন, বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের আবুল খায়ের খাজা, মুস্তাফিজুল করীম মজুমদার, মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে রিজভী শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।

ঈদে মানুষ কষ্টে রয়েছে দাবি করে রিজভী বলেন, “এমনিতেই তো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে অভিঘাত, সেই অভিঘাতে ক্ষত-বিক্ষত এদেশের সাধারণ মানুষ। তার উপরে ঈদে মানুষ কেনা-কাটা করে, সন্তান-সন্ততিসহ আত্বীয়-স্বজনদের নতুন জামা-কাপড় দেয়। সেই জামা-কাপড় কেনার উপায় ছিল না নিম্ন-মধ্য আয় ও স্বল্প আয়ের মানুষদের।”

ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও দাবি করেন তিনি।