অসুস্থ মুহিত ফের হাসপাতালে ভর্তি

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2022, 04:36 PM
Updated : 5 March 2022, 04:39 PM

শনিবার সকাল সাড়ে ১১টায় তাকে রাজধানী ঢাকার গ্রিন রোডের গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন সন্ধ্যায় মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন জানান, গত কয়েকদিন ধরে তিনি (মুহিত) ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোনো খাবার নিতে পারছেন না। যে কারণে শারীরিক অবস্থা অবনতিশীল হওয়ায় আজ (শনিবার) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে ২০২১ সালের ২৯ জুলাই মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে ২১ অগাস্ট বাসায় ফেরেন।

এরপর থেকে সিলেটের সাবেক সংসদ সদস্য ৮৭ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন বলে জানান তার ভাই মুয়িয সুজন।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।