পানি পান করে আইনমন্ত্রীর রসিকতা

নির্বাচন কমিশন আইন পাসের সময় কথা বলতে বলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হল আইনমন্ত্রী আনিসুল হককে। এরমধ্যেও রসিকতা ছাড়েননি তিনি।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 11:48 AM
Updated : 27 Jan 2022, 11:49 AM

আনিসুল হক। ফাইল ছবি

সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাস হয়। বিল পাসের সময় জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি ও গণফোরামের সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী।

বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবে বিরোধী সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছিলেন।

জবাব দিতে উঠে আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন আনিসুল হক। এক পর্যায়ে স্বগতোক্তি করেন, “আমাকে পানি খেতে হবে।”

এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।

স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে আনিসুল হক বলেন, “অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।”

এসময় সংসদ কক্ষে হাসির রোল ওঠে।

পরে মন্ত্রী আবার বলেন, “আমি আগেই বলেছি, এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।”

ইসি গঠনের আইন নিয়ে সংসদের ভেতরে ও বাইরের সব সমালোচনার বিস্তারিত জবাব দেন আইনমন্ত্রী।