সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে মুক্তা-শোভন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 10:57 PM BdST Updated: 26 Jan 2022 10:57 PM BdST
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক হয়েছেন শোভন রহমান।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে সংগঠনটির অষ্টাদশ কেন্দ্রীয় কাউন্সিলে ২২ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
বাসদের (খালেকুজ্জামান) অনুসারী বাম ছাত্র সংগঠনটির সংগঠনটির বিদায়ী সভাপতি আল কাদেরী জয় নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন।
নতুন কমিটিতে রায়হান উদ্দিন সহ-সভাপতি, রাজীব কান্তি রায় সাংগঠনিক সম্পাদক, অনিক কুমার দাস দপ্তর সম্পাদক, সুলতানা আক্তার অর্থ সম্পাদক, সুহাইল আহমেদ শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঋজু লক্ষ্মী অবরোধ স্কুল সম্পাদক, সুস্মিতা মরিয়ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- যুগেশ ত্রিপুরা, ধনঞ্জয় বর্মণ, রেহনোমা রুবাইয়াৎ, লাবনী সুলতানা, বিশ্বজিৎ নন্দী, রিনা মুর্মু, আনারুল ইসলাম, ফজলুল হক রনি, হারুন অর রশীদ, আবু সাইদ, লাবনী বন্যা, রিদম শাহরিয়ার ও বিজন শিকদার।
বাসদের ছাত্র সংগঠন হিসেবে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। বাসদ এখন তিন ভাগে বিভক্ত হওয়ায় ছাত্র সংগঠনেটিও তিন ভাগে বিভক্ত।
সেগুলো হল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
ছাত্র ফ্রন্টের কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক সদস্য বজলুর রশীদ ফিরোজ।
তিনি সংগঠনটিতে শিক্ষা ও গণতন্ত্রের সংগ্রামে আপসহীন সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান।
ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি ফিরোজ বলেন, “শাসকশ্রেণি আজ শিক্ষাধ্বংসের সকল প্রকার চক্রান্ত জারি রেখেছে। করোনা মহামারীকে অজুহাত হিসেবে দেখিয়ে সরকার আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। বাণিজ্য মেলা চলছে, অথচ শিক্ষার্থীদেরকে বলছে অনলাইন ক্লাস করতে।
“দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে বলে সরকার প্রতিদিন চিৎকার করে, অথচ দেশের ইন্টারনেটের গতি সর্বনিম্ন। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সামান্য ভোটও আর এই পুঁজিবাদী শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না। আজকে ছাত্রদেরকে যেমন নিজেদের অধিকার আদায়ের জন্য সংগঠিত হতে হবে, একইসাথে গণতন্ত্রের সংগ্রামকেও জোরদার করতে হবে।”
আল কাদেরী জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, সাবেক সাধারণ সম্পাদক নিখিল দাস, সাবেক সভাপতি ইমরান হাবিব রুমন, বিদায়ী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।
-
কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
-
সভায় মারধর: ঢাকার কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
-
আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার
-
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির স্বাক্ষর
-
‘টক কথা আর কত, মিষ্টি কথাও বলেন’
-
বিএনপির নেতৃত্ব কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
-
অর্থনীতিতে ‘অশনি সংকেত’ দেখছে বিএনপি
-
কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
-
আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার
-
সভায় মারধর: ঢাকার কাউন্সিলরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
-
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বইয়ে বিএনপির স্বাক্ষর
-
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-
‘টক কথা আর কত, মিষ্টি কথাও বলেন’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…