‘দাবির মুখে’ ছাত্রলীগ ঢাবি শাখার হল সম্মেলনের নতুন তারিখ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 01:25 AM BdST Updated: 16 Jan 2022 01:25 AM BdST
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। ফাইল ছবি
-
পদ প্রত্যাশীদের ‘দাবির মুখে’ আবাসিক হলগুলোতে কমিটি গঠনের লক্ষ্য আগামী ৩০ জানুয়ারি হল সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।
শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তারিখ জানানো হয়।
সকল হল শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনের মাধ্যমে পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে সংগঠনটির নতুন কমিটির ঘোষণা আসবে।
সর্বশেষ গত ২৮ নভেম্বর হল সম্মেলন করে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছিল।
এ কমিটিতে বিভিন্ন হলের পদপ্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিলেও নির্ধারিত সময়ে
কমিটি গঠন করা হয়নি।
হল কমিটি গঠন নিয়ে ‘অসহযোগিতার’ অভিযোগ তুলে গত বুধবার মধ্যরাতে
বিভিন্ন হলের পদ প্রত্যাশীরা রাজধানীর নিউ ইস্কাটনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক
ভট্টাচার্যের বাসার সামনে অবস্থান নেন।
পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও লেখক
ভট্টাচার্য তাদের টিএসসি এলাকায় সরিয়ে এনে দেড়-দুই ঘণ্টা আলোচনা করেন।
৫ বছর পর ‘হল কমিটি’ পাবে ঢাবি ছাত্রলীগ
সেসময় ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক
সাদ্দাম হোসেনের সঙ্গে সভা করে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে তাদের বৈঠকের
পর শনিবার হল সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়।

২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে একই বছর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তখন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী। ‘নৈতিক স্খলন’সহ নানা অভিযোগে ২০১৯ সালের শেষে তারা ছাত্রলীগের পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।
২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেওয়া হয়। জয়-লেখক দায়িত্বে আসার পর দ্রুত হল সম্মেলন করে কমিটি ঘোষণার আশ্বাস দেওয়া হলেও কোভিড মহামারীসহ নানা কারণে তা পেছাতে থাকে।
-
কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
-
নাগরিক ঐক্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ফখরুল
-
পদ্মা সেতুতে ওঠার আগে ‘অপপ্রচারকারীদের’ ক্ষমা চাওয়া উচিৎ: হাছান
-
ঐক্যবদ্ধ আন্দোলনে ‘একক দাবির’ জন্য সংলাপে বসছে বিএনপি
-
‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বসছেন আওয়ামী লীগ নেতারা
-
শহীদ মিনারের সামনে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
-
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হল
-
পদ্মা সেতু আওয়ামী লীগের পৈত্রিক সম্পত্তি নয়: ফখরুল
-
নাগরিক ঐক্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ফখরুল
-
পদ্মা সেতুতে ওঠার আগে ‘অপপ্রচারকারীদের’ ক্ষমা চাওয়া উচিৎ: হাছান
-
কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
-
ঐক্যবদ্ধ আন্দোলনে ‘একক দাবির’ জন্য সংলাপে বসছে বিএনপি
-
কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
-
শহীদ মিনারের সামনে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন