পদ হারালেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম

সড়কে সংবর্ধনার জেরে সমালোচনার প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতির পদ হারিয়েছেন ইব্রাহিম হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 11:46 AM
Updated : 30 Nov 2021, 11:48 AM

তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সজীব আহমেদকে এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

২০১৮ সালের ৩১ জুলাই ইব্রাহীমকে সভাপতি ও সাইদুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছিল।

কী কারণে ইবরাহিমকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইব্রাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এই মাসের শুরুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগো গিয়েছিলেন।

সফর শেষে ফেরার দিন ১৪ নভেম্বর ইব্রাহিমকে সংবর্ধনা জানাতে বিমানবন্দর এলাকায় মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা  জড়ো হয়েছিল। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। তখন এনিয়ে বেশ সমালোচনা হয়েছিল।