শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের আহ্বান নানকের
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2021 01:24 AM BdST Updated: 25 Nov 2021 01:24 AM BdST
গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পর বুধবার এই আওয়ামী লীগ নেতা তার বাড়িতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান।
নানক বলেন, “আমি মনে করি, হাফ ভাড়ার বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে, তা যুক্তিযুক্ত। অবশ্যই আমি এই দাবির সঙ্গে একমত।
‘আমি সকল বাস ও লঞ্চ মালিকদের স্বার্থের কথা না ভেবে, পরিবহনেরর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনতিবিলম্বে ছাত্রদের এই দাবি মেনে নেওয়ার অনুরোধ জানাব।”
সাবেক ছাত্রনেতা নানক নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “১৯৬৯-৭০ সালে থেকে আমরা বাসে হাফভাড়া নিয়ে দাবি করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে দাবি অনুসারে ছাত্ররা অর্ধেক ভাড়া দেওয়ার সুযোগ পায়। পরে স্বাধীন বাংলাদেশেও এভাবেই চলছিল।
“কাজেই বর্তমান প্রেক্ষপটে যখন বিশ্ববাজারসহ বাংলাদেশে তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস ও লঞ্চ ভাড়া অনেক বেড়েছে, তখন আমি মনে করি ছাত্রদের এ দাবি অত্যন্ত যুক্তিযুক্ত।”
সম্প্রতি ডিজেলের দাম বেড়ে যাওয়ায় গণপরিবহনের ভাড়াও ২৭ শতাংশ বাড়িয়েছে সরকার। এরপর শিক্ষার্থীরা বাসে তাদের ভাড়া অর্ধেক নেওয়ার দাবিতে আন্দোলনে নামে। প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর আসছে। এর মধ্যে কয়েকটি স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীদের আন্দোলন যেন ‘অরাজকতার’ দিকে না যায়, সেদিকেও দৃষ্টি রাখার কথা বলেন নানক।
“আপনাদের দাবি যুক্তিযুক্ত হলেও এটাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি অবশ্যই যুক্তিযুক্ত না। আমি সকলের উদ্দেশ্যেই বলছি, বাস ভাড়াকে কেন্দ্র করে যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে।”
-
সূচি চূড়ান্ত, এবার নির্বাচন নিয়ে সংলাপে ইসি
-
লোড শেডিং ‘মিউজিয়াম’ থেকে ফিরল কেন: মোশাররফ
-
শুধু ইভিএম নয়, প্রযুক্তিকেই ভয় পায় বিএনপি: তথ্যমন্ত্রী
-
সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
-
চিকিৎসার জন্য আবার ব্যাংকক গেলেন রওশন
-
হাজারটা পদ্মাসেতু করেও লাভ ‘হবে না’: ফখরুল
-
বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন ১১ জেলার নেতারা
-
তারা ছিল ‘খাওয়া পার্টি’, দিয়ে যাচ্ছে শুধু আওয়ামী লীগ: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন