পাকিস্তানের পতাকা পুড়িয়ে ঢাবিতে প্রতিবাদ

মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য পাকিস্তান ক্রিকেট দলের শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 02:15 PM
Updated : 18 Nov 2021, 02:24 PM

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এ দাবি জানানো হয়।

পতাকা ওড়ানোর ঘটনায় নীরব ভূমিকার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অপসারণেরও দাবি তুলেছে সংগঠনটি।

২৪ ঘণ্টার মধ্যে আইসিসি, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট টিমকে বাংলাদেশের জনগণের নিকট নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।

তা নাহলে পাকিস্তানি ক্রিকেট দলের সঙ্গে সব ধরনের খেলা বর্জনের দাবিতে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।

সমাবেশে ভাস্কর রাশা বলেন, “পতাকা বিধি লঙ্ঘন করে খেলার মাঠে পাকিস্তানের পতাকা ওড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনার বিষয়ে বিসিবির নীরবতা আমাদেরকে হতাশ করেছে। বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে অবশ্যই দেশের জনগণের নিকট জবাবদিহি করতে হবে।

“একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তান এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি। স্বাধীন বাংলাদেশের মাটিতে সংবিধান ও আইন লঙ্ঘন আমরা কখনোই মেনে নিতে পারি না। পাকিস্তান ক্রিকেট দল ও বিসিবির দায়িত্বশীল ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মানববন্ধনে বক্তব্য দেন।