ইউপিতে ভোট: খুলনা ও বরিশালে নৌকার প্রার্থী যারা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 08:19 PM
Updated : 22 Oct 2021, 08:19 PM

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মনোনীত প্রার্থীদের তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউপিতে ভোট হবে। সেই সঙ্গে ১০ পৌরসভায় জনপ্রতিনিধি নির্বাচন করবেন স্থানীয়রা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপিতে আগামী ২ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল অংশ নিলেও বিএনপি নিচ্ছে না।

এর আগে দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ নভেম্বর।

ডিসেম্বরের মধ্যে সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে।

প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়।

এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউপির মধ্যে ৩১টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।

এ পর্যায়ে ১৭টি দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সবাই আওয়ামী লীগের নৌকার প্রার্থী। প্রথম ধাপেও দলটির ৬৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

আরও পড়ুন: