চির শয্যায় জাপা মহাসচিব বাবলু

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মীরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 05:11 PM
Updated : 2 Oct 2021, 05:11 PM

শনিবার গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাকে দাফন করা হয়।

ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা ৬৬ বছর বয়সী বাবলু।

দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাবলুর মরদেহ নেওয়া হয়।

গত মাসে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিয়াউদ্দিন বাবলু। অবস্থার অবনতি ঘটার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

১৯৫৪ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া বাবলু দ্বিতীয় দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। সাবেক সংসদ সদস্য বাবলু এইচ এম এরশাদের সরকারে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র বাবলু বাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত শতকের ৮০ এর দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় সামরিক শাসক এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।

তাকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উপদেষ্টা করেছিলেন সামরিক আইন প্রশাসক এরশাদ; পরে যথাক্রমে শিক্ষা উপমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী করা হয়েছিল।

দলের মহাসচিবের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে জাপা।