যুবলীগের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 07:53 PM
Updated : 30 Sept 2021, 07:53 PM

বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কার্যক্রমের উদ্বোধন পর্বে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা রূপে গড়ে তুলতে, বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে শত প্রতিকূলতা সত্ত্বেও দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রিয় নেত্রীর সেই অদম্য অগ্রযাত্রায় যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সমাজের জঞ্জাল সরিয়ে আদর্শিক সহযাত্রী হয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।”

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে  আগে নাগরিক হিসেবে নিজেকে বদলাতে হবে। বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ গড়তে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, গোষ্ঠী সবাইকে ঐক্যবদ্ধভাবে আশেপাশের ঘরবাড়ি, এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। এখন ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে; ব্যক্তিক ও সামষ্টিকভাবে মানুষকে সচেতন করতে হবে। আশেপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা সরিয়ে ফেলতে হবে।”

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ, রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী এসময় উপস্থিত ছিলেন।