ইভ্যালির গ্রাহকের টাকা সরকারকে দিতে হবে, দাবি বিএনপির রুমিনের

অনলাইন মার্কেটপ্লেসে যে সব গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন, তাদের অর্থ ফেরতের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 11:14 AM
Updated : 16 Sept 2021, 11:31 AM

তিনি বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় বলেন, “সরকারের গাফিলতির কারণে ইভ্যালি, ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে।

“যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে। পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে।”

পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে ইভ্যালি, ই-অরেঞ্জের বিরুদ্ধে কয়েকটি মামলা্ হয়েছে।

রুমিন ফারহানা বলেন, “ইভ্যালি, ই-অরেঞ্জ ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না।

“শুধু মানুষকে দোষ দিলে হবে না। এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়।”

অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির পীর ফজলুর রহমান অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

বিএনপির হারুনুর রশীদ বলেন, তিনি তিনটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ চিত্রনায়িকা পরীমনির বিষয়ে যে কথা বলেছিলেন, তা এক্সপাঞ্জ করার দাবি জানান হারুন।