অন্য দলগুলোকে সংলাপে ডাকবে বিএনপি

দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংলাপ করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 07:45 PM
Updated : 15 Sept 2021, 07:45 PM

দলীয় নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দ্বিতীয় দিন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, গতকাল (মঙ্গলবার) আমরা দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আজকে সম্পাদকমন্ডলীর সাথে সভা হয়েছে। আগামীকাল হবে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে।

“এরপরে আমরা বিভিন্ন সংগঠনের সাথেও রাজনৈতিক বিষয়ে ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব।”

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে অন্য রাজনৈতিক দলগুলোকে এক জোটে আনতে না পারলেও যুগপৎভাবে কর্মসূচি পালনের সম্ভাবনার কথা সম্প্রতি বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

ফখরুল এর আগে বলেছিলেন, ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে ‘নিরপেক্ষ’ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সভায় আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা বলা হলে বিএনপিও নিজেদের কর্মপন্থা নির্ধারণে ধারাবাহিক বৈঠক ডাকে।

এই বৈঠকগুলোতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। গুলশানে দলীয় চেয়ারপারসনের দপ্তরে বসছেন বাকি নেতারা।

ফখরুল বলেন, “দলের নির্বাহী কমিটির সদস্যদের সাথেও বৈঠক হতে পারে। তবে এটা এখনও সিদ্ধান্ত হয়নি। দলের স্থায়ী কমিটির শনিবারের সভায় এ বিষয়ে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব।”

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৫০২।