কুমিল্লা-৭ উপ নির্বাচনে আ. লীগের প্রার্থী হতে চান প্রাণ গোপাল দত্ত

বিশিষ্ট চিকিৎসক প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 03:19 PM
Updated : 11 Sept 2021, 06:23 AM

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়েছে। আওয়ামী লীগের এই সংসদ সদস্য গত ৩০ জুলাই মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

তবে এবার মনোনয়ন না পাওয়া পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন স্বনামধন্য এই নাক কান গলা বিশেষজ্ঞ।

প্রাণ গোপাল ছাড়াও কুমিল্লা-৭ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল।

আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

অধ্যাপক আলী আশরাফ কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন তিনি।