দুই প্রতিবেদন দিতে দলগুলোকে আরও সময় দিল ইসি

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয় ব্যয়ের খতিয়ান এবং সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিয়ে প্রতিবেদন দিতে রাজনৈতিক দলগুলোকে সময় দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 07:32 PM
Updated : 29 July 2021, 07:32 PM

৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর ২০২০ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে জমা দেওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ইসির উপ সচিব আব্দুল হালিম খান জানান, ইতোমধ্যে বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয সমাজতান্ত্রিক দল-জাসদসহ কয়েকটি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে।

“সব বিষয় বিবেচনায় আরও ১ মাস (অগাস্ট) সময় দেওয়া হয়েছে দলগুলোকে। নিবন্ধিত দলগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হচ্ছে।”

দলের সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব কতটুকু পূরণ করতে পেরেছে, তা জানতে চেয়ে গত জুন মাসে দলগুলোকে চিঠি দিয়েছিল কমিশন। এক মাসের মধ্যে এ সংক্রান্ত ব্যাখ্যা তুলে ধরতে বলা হয়েছিল।

কোভিড-১৯ পরিস্থিতিতে অনেক দল তাদের কাউন্সিল ও অন্যান্য কাজ শেষ করে নারী প্রতিনিধিত্বের বিষয়টির সবশেষ অগ্রগতি তুলে ধরতে চায়।

এ বিষয়ে ইসির উপ সচিব আব্দুল হালিম খান বলেন, “দলগুলোকে নারী প্রতিনিধিত্বে অগ্রগতি বিষয়ে প্রতিবেদন জানাতে আরও ছয় মাস সময় দিয়েছে ইসি।

“সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে দলীয় কাউন্সিল ও অন্যান্য বিষয় সম্পন্ন করে এ বিষয়ে কমিশনকে জানাতে পারবে তারা।”

বর্তমানে ইসিতে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে।

নতুন ভোটারের এনআইডি নম্বর এসএমএসে

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নতুন ভোটার হলেই সংশ্লিষ্টদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি নম্বর জানিয়ে দেওয়া হবে।

টিকা দেওয়ার সুবিধার্থে নতুন ভোটারদের ক্ষেত্রে এ সেবা চালু করা হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, “এসএমএসসের মাধ্যমে নতুন ভোটারদের এনআইডি নম্বর জানানোর বিষয়টি আগেও ছিল। কারিগরি সমস্যার কারণে কিছু তা বন্ধ ছিল। কোভিড সময়ে টিকা নেওয়ার সুবিধার্থে দ্রুত এ সেবাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আইটি টিম বিষয়টির সমাধান করেছে।”