কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কুষ্টিয়া-১ আসনের সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 07:57 AM
Updated : 18 July 2021, 08:09 AM

তার দপ্তর থেকে রোববার জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

৯০ বছরের বেশি বয়সী আফাজ উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার রাত ১টা ৪০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান।

এর আগে গত ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলোর (৭২) মৃত্যু হয়। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন এই দম্পতি। তাদের ছোট ছেলে  এজাজ আহমেদ মামুন বর্তমানে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আফাজ উদ্দিন আহমেদ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন প্রায় তিন যুগ ধরে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।