কোভিডে বিএনপির সাবেক সাংসদ খুররম খানের মৃত্যু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 04:08 PM
Updated : 17 July 2021, 04:08 PM

তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শনিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে গুলশানের ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সাবেক সাংসদের পরিবারের সদস্যরা জানান।

গত ৮ জুলাই কোভিড ১৯ এ আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জুলাই থেকে সিসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, প্রয়াতের ছেলে যুক্তরাষ্ট্রে ও মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী।

একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

খুররম খানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

খুররম খান ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

১৯৯১ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচিত হন।

পরে তিনি আবার বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপির প্রার্থী হিসেবে নান্দাইল আসন থেকে নির্বাচিত হন।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাড়াও তিনি ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ছিলেন।