নরসিংদীতে অসহায়দের মাঝে ছাত্রলীগের সবজি বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনে নরসিংদীতে অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 12:11 PM
Updated : 12 July 2021, 12:11 PM

সোমবার দুপুরে নরসিংদীর খাটেহারা এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর উদ্যোগে সবজি বিতরণ কর্মসূচি শুরু হয়।

হাসিবুল বলেন, “লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের এই উদ্যোগ। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

“সেই ধারাবাহিকতায় আজ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে সবজি বিতরণ করেছি।”

জেলা শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন এ কর্মসূচি চলমান থাকবে জানিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, “করোনাভাইরাসের পরিস্থিতি যতদিন থাকবে অসহায় মানুষের জন্য নরসিংদী জেলা ছাত্রলীগ কাজ করে যাবে।”

বিতরণ করা সবজির মধ্যে ছিল কাকরোল, পটল, বেগুন, ঝিঙা, জালি কুমড়া, লাউসহ বিভিন্ন ধরনের শাক। প্রত্যেকে যে কোনো চার ধরনের সবজি এক কেজি করে নেওয়ার সুযোগ পেয়েছেন।