প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের তালগাছ রোপন

বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশব্যাপী তালগাছ রোপন শুরু করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 02:50 PM
Updated : 16 Dec 2021, 07:08 PM

মুজিববর্ষে সারা দেশে বৃক্ষরোপনের কর্মসূচিরই এটি একটি বর্ধিত অংশ বলে জানিয়েছেন দলটির বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

বুধবার কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকায় তালগাছ লাগিয়ে এই কর্মূসূচির উদ্বোধন করেন তিনি। 

দেলোয়ার বলেন, জলবায়ু ঝুঁকির মধ্যে বজ্রপাতে মৃত্যু বেড়েছে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন, উঁচু বৃক্ষের অভাবে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধ করতে পারে।

“সারা দেশে যেখানে যেখানে বজ্রপাত বেশি হয় সেসব এলাকায় আমরা তালগাছ রোপন করব।”

তালগাছের চারার অপ্রতুলতার কথা জানিয়ে তিনি বলেন, “এজন্য আমরা এক বছর পরিচর্যা করে গাছগুলো তৈরি করেছি। গাছগুলো যদি আমরা রোপন করি, তাহলে ১০-১৫ বছর পর সুফল পাব।

“আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বজ্রপাতের প্রভাব কমাতে অন্য উঁচু গাছের সাথে এবার তাল গাছ যুক্ত করলাম।”

দেশে সবুজায়ন বাড়াতে কয়েকবছর ধরে ধারাবাহিকভাবে বর্ষা মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ।

মুজিববর্ষ উপলক্ষে গত বছর ও এ বছর মিলিয়ে সারা দেশে তিন কোটি গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে গত বছর প্রায় এক কোটি চারা রোপন করা হয়েছে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের এই নেতা।