ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের বাধা ও গ্রেপ্তারের নিন্দা বিএনপির

ময়মনসিংহ ও ঢাকায় ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের বাধা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 04:55 PM
Updated : 17 June 2021, 04:55 PM

বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “সরকার কর্তৃত্ববাদী শাসন কায়েম করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। ভিন্নমত ও পথের রাজনীতি ও সরকার বিরোধী আন্দোলন তো বটেই, শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানও তারা নিষ্ঠুর কায়দায় দমন করছে।”

সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ছাত্রদলের আলোচনায় সভায় পুলিশ লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শতাধিক আহত হয়, গ্রেপ্তার করা হয় অনেকে নেতাকর্মীকে।

এই ঘটনার প্রতিবাদে বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল প্রতিবাদ মিছিল বের করলে সেখানে পুলিশ লাঠিচার্জ ও গ্রেপ্তার করে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের এহেন বর্বরোচিত হামলায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিগত ১২ বছর যাবত নিষ্ঠুর দমন, নিপীড়ন চালিয়ে সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু পারে নাই।

“হামলা চালিয়ে কোনো সরকার বেশিদিন টিকে থাকতে পারেনি, বিনা ভোটের এরাও পারবে না।”

রাত সাড়ে ৭টা পর্যন্ত পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।