সোহরাওয়ার্দী উদ্যানে গাছ লাগাল স্বেচ্ছাসেবক লীগ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছের চারা লাগিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 12:29 PM
Updated : 17 June 2021, 12:29 PM

বৃহস্পতিবার উদ্যানের কালিমন্দির এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এসময় উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রকল্পের জন্য গাছ কাটার বিষয়ে দেলোয়ার সাংবাদিকদের বলেন, “আমরাও চাই না, জননেত্রী শেখ হাসিনাও চান না কোনো বৃক্ষ কর্তন করা হোক। কাজের প্রয়োজনে করা হয়েছিল। প্রতিজ্ঞা রয়েছে এর চেয়ে বেশি পরিমাণ বৃক্ষ আমরা রোপণ করে দেব।”

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “এই উদ্যানে দামী বৃক্ষ কর্তন করে জিয়ার নামে শিশু পার্ক করা হয়েছে তখন পরিবেশ আন্দোলন ও ছিল না, প্রতিবাদও ছিল না।”

নির্মল গুহ বলেন, “জননেত্রী শেখ হাসিনা সকল নেতাকর্মীকে ৩টি করে বৃক্ষরোপণ করার আহবান জানিয়েছেন। এ বছর আমরা ১০ লক্ষ বৃক্ষরোপণ করব। কাজের কম্পিটিশন থাকতে হবে।”

আফজালুর রহমান বাবু বলেন, “প্রতিটি নেতাকর্মীকে ন্যূনতম তিনটি করে বৃক্ষরোপণ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পরিবেশবাদী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।”