মুক্তিযোদ্ধা এখন তৈরি হচ্ছে: আওয়ামী লীগ এমপি

মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য জিল্লুল হাকিম।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 11:17 AM
Updated : 17 June 2021, 11:17 AM

রাজবাড়ী-২ আসনের এই সদস্য বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এই প্রসঙ্গ তোলেন।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম বলেন, “এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। এখন মুক্তিযোদ্ধা নানানভাবে তৈরি হচ্ছে। এই মুক্তিযোদ্ধা বানানোর প্রথা বাতিল করতে হবে।”

প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব সমর্থন করে তিনি বলেন, “যারা প্রকৃত ‍মুক্তিযোদ্ধা তাদের ভাতা বৃদ্ধি করা হোক। ২০ হাজার (টাকা) কেন, এই ভাতা আরও বেশি করা হোক।”

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী জিল্লুল হাকিম আদালতের আদেশ নিয়েও অসন্তোষ জানান।

“আমরা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছি। তারা কোর্টে গিয়ে রায় নিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছেন। মুক্তিযোদ্ধা তো বানানো যায় না। মুক্তিযোদ্ধা তো হতে হবে।”

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে আরেকটি পদ্মা সেতু নির্মাণের দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন। আশা করব, এই সেতু নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।”