হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রিজভী

কোভিড-১৯ মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 05:31 PM
Updated : 9 May 2021, 05:31 PM

রিজভী রোববার বিকালে স্কয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মোহাম্মদপুরের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

“করোনামুক্ত হয়েছেন আগেই, তবে পোস্ট কোভিড কিছু জটিলতার জন্য রিজভী ভাইকে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছে। আজকে বিকাল তিনটায় তিনি বাসায় ফিরে গেছেন।”

রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখনও তিনি পুরো সুস্থ হয়ে উঠেননি। চিকিৎসকদের পরামর্শে তাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে।”

গত ১৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী।

১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় কিছুদিন।

গত ১৭ এপ্রিল রিজভীর করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তিনদফা টেস্টে পজিটিভ আসে।