নৌযান সংঘর্ষ: জড়িতদের শাস্তির দাবি জিএম কাদেরের

মাদারীপুরের শিবচরে পদ্মায় বালুবাহী নৌযান ও যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ‘দোষীদের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 12:03 PM
Updated : 3 May 2021, 12:03 PM

সোমবার এক শোক বিবৃতিতে বিরোধী দলীয় উপনেতা বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ‘যৌক্তিক’ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

সোমবা সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি স্পিডবোট পথে বালুবাহী বাল্কহেড বলগেটের সাথে সংঘর্ষ হয়।

নৌযানে সংঘর্ষের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাপা চেয়াম্যান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।